ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে দলমতের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে সোহরাওয়ার্দীর মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা ৃবলেন তিনি।
তিনি বলেন,নিশিরাতের সরকারের সময় পুরিয়ে আসছে। রাজপথ জনতার দখলে রাখতে হবে। মুক্তিকামী জনতার স্রোত নামবে ঢাকায়। ঢাকাবাসীকে জনস্রোতের সঙ্গে শামিল হতে হবে।
তিনি আরও বলেন, বন্ধুকের নল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে শেখ হাসিনার অবৈধ সরকার আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। স্বৈরাচার সরকারের স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: জামায়াতের ভারপ্রাপ্ত আমীর
জনাব ইমতিয়াজ আলম আরও বলেন, ফ্যাসিস্ট সরকার গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শাসকের পরিবর্তে আজ সরকার জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুক্তিজামী জনতার আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
এতে আরও বক্তব্য দেন, মহানগর দক্ষিণের সহসভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, আবদুল আউয়াল, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ সহ অন্যান্য নেতারা।