মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে জড়ো হতে শুরু করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর শত শত নেতাকর্মী।
প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে দুপুরের পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে ভিড় শুরু করেন বিরোধীদলের নেতাকর্মীরা।
বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশ শুরু হওয়ার কথা।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই গান পরিবেশন করছেন সাংস্কৃতিক কর্মীরা।
জনসমাগমের কারণে সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ থাকায় নয়াপল্টন এলাকায় ধীরগতিতে যানচলাচল হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সমাবেশের কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেয় শ্রমিক দল।
বিএনপি ও শ্রমিক দলের নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে বের করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।