মে দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।
এদিন বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সমাবেশের কথা জানিয়ে এরইমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে শ্রমিক দল।
বিএনপির এই নেতা বলেন, পরিকল্পনা অনুযায়ী বুধবার দুপুর আড়াইটার দিকে শ্রমিক দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হবে।
পরে তিনি বলেন, মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হবে। এই র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও শ্রমিক দলের শীর্ষ নেতারা সমাবেশে যোগ দেবেন বলে জানান রিজভী।