বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যেনতেন একটা নির্বাচন বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। আবার সকল সংস্কার শেষে নির্বাচন—এত সময় দেওয়াও সম্ভব নয়।’
তিনি বলেছেন, ‘আমাদের কথা স্পষ্ট, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দিন।’
মঙ্গলবার (১৮ মার্চ) কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল।