আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেভাবেই হোক বাংলাদেশের মানুষের পাশে থাকবে দল।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা জানেন যে তারা নির্বাচনে অংশ নিলে শেখ হাসিনার সরকারের পতন করতে পারবেন না। এজন্য তারা ২০ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। বিএনপি নেতারা মনে করেন, ক্ষমতা চিরকাল ধরে রাখার একমাত্র উপায় আওয়ামী লীগকে সেখান থেকে সরিয়ে দেয়া, যা অসম্ভব। বিএনপি ১০ ডিসেম্বর করতে পারেনি, কোনোদিনও পারবে না।’
আরও পড়ুন: আ.লীগের নেতৃত্বে সিনিয়র-জুনিয়র সমন্বয়ের আশা দীপু মনির
কাদের আরও বলেন, তার দল নির্বাচন ও আন্দোলনের মাধ্যমে বিএনপির ‘সন্ত্রাস, ভোট কারচুপি, দুর্নীতি ও লুটপাটের’ মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, ‘গত ৪৭ বছর ধরে শেখ হাসিনা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। উন্নয়ন ও অর্জন অব্যাহত রাখতে হলে তাকে ক্ষমতায় থাকতে হবে।’
আরও পড়ুন: ২২তম জাতীয় কাউন্সিল: সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের নেতাকর্মীদের ভিড়