নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর 'পুলিশি হামলার' প্রতিবাদে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের মধ্যে সমাবেশ মঞ্চ ছাড়ার আগে হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের জন্য হাজারো মানুষের ঢল
এর আগে সংঘর্ষের জেরে কর্মসূচির মাঝপথে বিএনপির মহাসমাবেশ স্থগিত করা হয়।
দুপুর ১২টা ৪০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়ে দুপুর সোয়া ২টার দিকে শেষ করা হয়।
আরও পড়ুন: রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি