বিদ্যুৎ খাতে চলমান লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশে বিদ্যুৎ বিভাগের সব জেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া একই দিন জেলা বিদ্যুৎ অফিসে স্মারকলিপিও দেবে দলটি।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সোমবার রাতে তাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আগামী ৮ জুন সকল জেলা সদরে বিদ্যুৎ অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং সেখানে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে স্মারকলিপি পেশ করা হবে।
তিনি বলেন, সারাদেশে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষ অসহনীয় দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ‘গ্রাম ও শহরে মানুষ ২৪ ঘণ্টায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ পায়। দিনেও পাঁচ-ছয় ঘণ্টা লোডশেডিংয়ের শিকার হচ্ছে মানুষ।’
তিনি আরও বলেন, রাজধানীতেও প্রতিদিন ৩/৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না।
এই বিএনপি নেতা অভিযোগ করেন, ‘সরকার কুইক রেন্টাল পাওয়ার প্রকল্প ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। লোডশেডিংয়ের মাধ্যমে তাদের (সরকার) প্রতারণা এখন জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী সরকার বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি অপরাধ করেছে। বিদ্যুৎ খাতে লুটপাটকে বৈধতা দিতে ক্ষতিপূরণ আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য এসব কুইক রেন্টাল প্রকল্পের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। তারা জনগণের সবচেয়ে বড় শত্রু।’
এসময় বগুড়ায় গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচিতে হামলার নিন্দা জানান তিনি।