ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শরীয়তপুরের ৭ শহীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে ১৪ লাখ টাকা আর্থিক অনুদান দেয় দলটি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহর পৌর অডিটোরিয়ামে মত বিনিময় সভায় এসব অনুদান দেওয়া হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ।
আরও পড়ুন: বাংলাদেশে ঘৃণা ও বিভাজনের রাজনীতির কবর দিন: জামায়াত আমির
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা খলিলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমি।
হামিদুর রহমান তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এ স্বাধীনতাকে নসাৎ করার জন্য একটি মহল ভেতরে ভেতরে তৎপর হয়ে আছে। তাই আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে জাতীয় ঐক্য গঠন করতে হবে। কোনো দখলদারের কাছে দেশকে ছেড়ে দেওয়া যায় না। হত্যা, নির্যাতন, খুন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা খুনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের আন্দোলনে নিহতদের পরিবারের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাবে। তিনি আহতদের চিকিৎসা খরচ বহন করারও আশ্বাস দেন।
আরও পড়ুন: ছাত্র-জনতার বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে: জামায়াতের সেক্রেটারি জেনারেল