বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সাম্প্রতিক ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে সরকারের অনুমতি দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তাদের ধর্মসভাকে ‘বিতর্কিত’ বলে অভিহিত করেছেন।
ফখরুল গতকাল এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন যে সরকার কেন এমন বিতর্কিত অনুষ্ঠানের অনুমতি দিল? – যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক হামলায় দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়। বিক্ষুব্ধ জনতা আহমেদনগরে অবস্থিত আহমদিয়া সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িও লুট করে।
আরও পড়ুন: রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে সরকার: ফখরুল
ফখরুলের মন্তব্য এমন সময়ে এসেছে যখন জামায়াতে ইসলামীর টুইটার অ্যাকাউন্ট বাশেরকেল্লা- আহমদিয়া ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা বন্ধে পুলিশের পদক্ষেপের নিন্দা করেছে এবং সম্প্রদায়কে ‘বয়কট’ করার আহ্বান জানিয়েছে। আহমদিয়া সম্প্রদায় এটিকে তাদের বিরুদ্ধে একটি ‘ঘৃণাত্মক প্রচারণা’ বলে অভিহিত করেছে।
এদিকে, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ৫ মার্চ একটি বিবৃতিতে সরকারকে আহমদিয়া সম্প্রদায়কে আনুষ্ঠানিকভাবে ‘অমুসলিম’ ঘোষণার দাবি জানান।
আরও পড়ুন: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে: ফখরুল