আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চলমান আন্দোলন জোরদার করতে রোডমার্চসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ-এর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তার দলীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ মে ঢাকা দক্ষিণে এবং ২৮ মে ঢাকা উত্তরে এবং ৪-৬ জুন ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোড মার্চ।
সাইফুল বলেন, খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট এবং ইউটিলিটি সেবার বারবার মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘সর্বক্ষেত্রে গুরুতর অব্যবস্থাপনা, ব্যাপক চুরি, দুর্নীতি, লাগামহীন লুণ্ঠন ও অর্থপাচারের মাধ্যমে দেশের জনগণকে এক অসহনীয় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা খুব স্পষ্ট যে সরকার দেশ চালাতে পারে না।’
সরকার বলপ্রয়োগ করে ক্ষমতায় থেকে দেশের জনগণ ও গণতন্ত্রকে ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেন সাইফুল। দেশের জনগণ এ পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারে না।
তিনি বলেন, সরকার ও শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে জোটের ১৪ দফা দাবির ভিত্তিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
তাদের কর্মসূচির অংশ হিসেবে সাইফুল বলেন, জোটের নেতাকর্মীরা ২৩ মে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে মিছিল করবে এবং ২৮ মে বাড্ডা এলাকায় আরেকটি পদযাত্রা হবে।
আরও পড়ুন: ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
এর আগে শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং দলীয় নেতাকর্মীদের 'মিথ্যা মামলায়' গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে তাদের ১০ দফা দাবিতে ১৯, ২০, ২৬ ও ২৭ মে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য গ্রহণযোগ্য নয়
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার রাজনৈতিক মিত্রদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করার নীলনকশা।
তিনি আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) কোনো অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করেননি। তিনি নিজেই ক্ষমতায় থাকবেন... আমাদের বক্তব্য হচ্ছে এই সরকারকে যেতেই হবে। তারপর অভ্যন্তরীণ সরকার গঠন করা হবে।’
এ বিষয়ে সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সংসদে তার রাজনৈতিক মিত্রদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের যে ইঙ্গিত দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ ‘এ ধরনের সরকার বর্তমান কর্তৃত্ববাদী নিপীড়নমূলক শাসনকে দীর্ঘায়িত করবে।’
তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের ‘প্রহসনমূলক’ নির্বাচন প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই।
সাইফুল বলেন, ‘তাই নির্বাচনের আগে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় আমাদের ১৪ দফার ভিত্তিতে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিয়ে একযোগে গণআন্দোলন তীব্র ও সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ