দলের চলমান আন্দোলনের নতুন কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীর বাসাবো ও শাহজাদপুর এলাকা থেকে যথাক্রমে মালিবাগ অভিমুখে পদযাত্রা করেছে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালির সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা দায়ের, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বারবার বিদ্যুত বিপর্যয় এবং আওয়ামী লীগ সরকারের সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে দলের প্রতিবাদেও এই কর্মসূচি ছিল।
অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণে মোশাররফ বলেন, বাংলাদেশে এখন সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দুর্নীতি।
তিনি বলেন, ‘বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মাধ্যমে দেশের সম্পদের অবক্ষয় করা হয়েছে। দেশের মানুষ দুবেলা খাবার জোগাড় করতে পারে না। এমনকি, সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াবাড়ি করায় মধ্যবিত্তরাও এখন গরিব হচ্ছে।’
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে ভোট দিতে না পারায় মানুষ এখন ভোটকেন্দ্রে যায় না। ‘এই সরকারের অধীনে কেউ ভোট দিতে চায় না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণ আর কোনো নির্বাচন হতে দেবে না। জনগণ তা হতে দেবে না।’
বর্তমান ‘স্বৈরাচারী’ শাসনকে উৎখাতে গণঅভ্যুত্থানের জন্য সর্বস্তরের জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা।
বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দলের শীর্ষ নেতাদের ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি হাতে নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
পরে তারা মিছিল শুরু করে দীর্ঘ সড়ক প্রদক্ষিণ করে মালিবাগের আবুল হোটেল এলাকায় গিয়ে শেষ হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া ঢাকা দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা বাসাবো বালুর মঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত পদযাত্রা করেন।
সমাবেশ শেষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আরও পড়ুন: এটা সরকারের সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ফখরুল
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ রাতে ভোট দিয়ে ক্ষমতা দখল করেছে। ‘তারা লাগামহীন লুণ্ঠনে লিপ্ত হয়েছে। তারা এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে খেলা শুরু করেছে। মানুষ কখনই এটা হতে দেবে না।’
বিপুল রক্ত ও বহু প্রাণ বিসর্জন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ আর তাদের সঙ্গে কোনো নোংরামি বরদাশত করবে না।
তিনি বলেন, ‘আমরা আজ (বুধবার) আবার আমাদের পদযাত্রা শুরু করেছি। এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেই আমাদের পদযাত্রা শেষ হবে।’
সমাবেশ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা মিছিলটি মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
এর আগে ঈদুল ফিতরের আগে ঢাকা মহানগর বিএনপির দুই শাখা তাদের ১০ দফা দাবি আদায়ে কয়েক দফায় রাজধানীতে পদযাত্রা করেছে।
আরও পড়ুন: রাষ্ট্রদূতদের ‘অতিরিক্ত পুলিশ এসকর্ট’ প্রত্যাহার সরকারের ‘চরম দায়িত্বহীনতা’: ফখরুল