সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করার সরকারের সিদ্ধান্ত স্বাস্থ্য খাতকে ধ্বংস করার সামিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যেই সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা সংকটে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে, ফি দিয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাইভেট অনুশীলনের সুযোগ স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার সামিল।’
মঙ্গলবার এক আলোচনা সভার বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফও অভিযোগ করেন, সরকার ক্ষমতাসীন দলের চিকিৎসকদের পকেট ভারি করতে এই পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘আপনারা ৩০ মার্চ থেকে বিকাল ৩টার পর সরকারি হাসপাতালের চিকিৎসকদের তাদের নিজ নিজ কর্মস্থলে প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি সংক্রান্ত একটি সার্কুলার দেখেছেন। ক্ষমতাসীন দলের চিকিৎসকদের জন্য অতিরিক্ত সুযোগ তৈরির জন্য এমন ব্যতিক্রমী পদক্ষেপ নেয়ায় এখানেও রাজনীতি করা হয়েছে।’
এই পদক্ষেপ রোগীদের জন্য ভালো ও কল্যাণ বয়ে আনবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। ‘সাধারণ মানুষ এখন সরকারি হাসপাতালে কোনো সেবা পাবে না এবং তারা বিকাল ৩টার পর ফি প্রদানকারী চিকিৎসকদের কাছে যেতে বাধ্য হবে।’
বিএনপিপন্থী চিকিৎসকদের একটি প্লাটফর্ম ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতার ৫২ বছর পরও স্বাস্থ্য ব্যবস্থার পতন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
আরও পড়ুন: আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করেছে: ফখরুল
এর আগে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে সারাদেশের ১০টি জেলা হাসপাতাল ও ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ৩টার পর থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চলবে।
সরকার অধ্যাপকদের পরামর্শ ফি হিসেবে ৫০০ টাকা, সহযোগী অধ্যাপকদের জন্য ৪০০ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ৩০০ টাকা এবং এমবিবিএস চিকিৎসকদের জন্য ২০০ টাকা নির্ধারণ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, বর্তমান সরকার ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত। ‘ক্ষমতাসীন দলের নেতাদের একটি গ্রুপ ধনী হওয়ার জন্য দুর্নীতি ছড়াচ্ছে। এ কারণেই গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্যের হার বিশ্বে সবচেয়ে বেশি।’
তিনি বলেন, এক-চতুর্থাংশ ব্যবসায়ী, প্রশাসন ও পুলিশ সদস্যরা অর্থ উপার্জনের জন্য দেশের বর্তমান দুর্নীতিবাজ ব্যবস্থার সুযোগ নিচ্ছেন। ‘তাই এখন ক্ষমতাসীন দল সমর্থিত চিকিৎসকদের বাড়তি সুযোগ দিতে প্রাইভেট প্র্যাকটিস ব্যবস্থা নেয়া হয়েছে। এতে জনগণের কোনও উপকার হবে না।’
বিএনপি নেতা বলেন, সরকার রাজনীতিকরণ, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব প্রতিষ্ঠান ও সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেনন, ‘দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেলে দেয়া হয়েছে। তারা(জনগণ) মনে করে এই সরকার কিছু ঠিক করতে পারবে না এবং কোনও সমস্যার সমাধান করতে পারবে না। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে না। যারা অর্থনীতিকে ধ্বংস করেছে তারা এটা মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা সে অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করতে পারে না।’
গণঅভ্যুত্থান গড়ে তুলে বর্তমান সরকারের পতন ঘটাতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোশাররফ।
আরও পড়ুন: আওয়ামী লীগ ভয়ের পরিবেশ তৈরি করে ক্ষমতায় থাকতে চায়: ফখরুল