খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা করানোর দাবিতে বুধবার হবিগঞ্জে আয়োজিত সমাবেশেকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাশেম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জি কে গউসসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় এসআই নাজমুল হাসান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান, ইট পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে পুলিশকে আহত করা, পৌরসভা ও জেলা পরিষদ ভবনের দরজা জানালার কাচ ভাংচুর, পুলিশের কাজে ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর, শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা প্রতিবদ্ধকতা সৃষ্টি, জিকে গউসের বাসার সামনে বিনা অনুমতিতে রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরী করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: উস্কানি মামলায় বিএনপি নেতা আমীর খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক পৌর মেয়র জি কে গউস বলেন,আমরা যাতে সভা সমাবেশ যাতে করতে না পারি এ লক্ষ্যে বিএনপিকে দুর্বল করার জন্য স্থানীয় সাংসদের প্ররোচনায় প্রশাসন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। পুলিশ আমাদের সমাবেশের মঞ্চ ভাংচুর করে উল্টো আমাদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার জন্য মাঠে নেমেছে।
প্রসঙ্গত, গত বুধবার সকাল থেকেই পুলিশ শহরে শায়েস্তানগর এলাকায় কেন্দ্রীয় বিএনপি সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিকে গউসের বাসার সামনের রাস্তা বন্ধ করে দেয়। সমাবেশের জন্য মঞ্চ তৈরী করতে দেয়নি পুলিশ। দুপুর দেড়টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। উভয়পক্ষই একে অপরের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রায় ১৩শ রাউন্ড কাদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়ে। এসময় ওই এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। বাসাবাড়িতে আতংক দেখা দেয়। এ সময় পুলিশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০জন নেতাকর্মী আহত হন। সমাবেশে অংশ নেন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন,সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার সিপা,যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব,কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পদক ইকবাল হোসেন শ্যামল ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব
হবিগঞ্জ মডেল থানার ওসি মাসুক আলী সাংবাদিকদের জানান এ ঘটনায় ৬/৭জন গ্রেপ্তার হয়েছেন।