বিএনপি নেতা রুহুল কবির রিজভী বিশিষ্ট অধিকারকর্মী সুলতানা কামালের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর বিএনপির আরেক শীর্ষ নেতা প্রকাশ্যে সরকারকে ‘উৎখাত’ করার হুমকি দিয়েছেন।
বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা আমানউল্লাহ আমান বলেন, আর বেশি দেরি নয় ‘১০ ডিসেম্বরের পর দেশ চালাবেন আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান বলেন,‘প্রস্তুত হন, নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কাঁচপুর ব্রিজ,টঙ্গী ব্রিজ,মাওয়া রোড,আরিচা রোড,টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়াসহ পুরো বাংলাদেশ অবরোধ করা হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সমাবেশ: বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, আহত ৩০
অর্থ পাচার ও শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন। অন্যদিকে এতিমদের অর্থ আত্মসাতের দায়ে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।
একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলছেন,‘এই দুজন দেশ চালাবে এমন হুমকি সরকারে পতনের জন্য রাস্তার লড়াইয়ের একটি সহিংস পর্যায়ের পরিকল্পনা চূড়ান্ত করার দিকে নির্দেশ করে’।
আরও পড়ুন: বাংলাদেশকে তারা শ্মশান করে দিয়েছে: চট্টগ্রামে মির্জা ফখরুল
রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন,খালেদা-তারেক ‘দেশ চালাবেন’ বলতে বিএনপি বোঝাচ্ছে শীর্ষ পদের জন্য লড়াইয়ে নামা।
১৯৭৫ সালের গণহত্যার ওপর লেখা ‘মিডনাইট ম্যাসাকার’-বইয়ের লেখক সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, ‘বিএনপির এসব কথা বলার কারণ হলো- কামাল হোসেন বা জিএম কাদের নয়, বিরোধী দল ক্ষমতায় এলে জিয়া পরিবার ছাড়া অন্য কাউকে উচ্চপদে নিয়োগ দেয়া উচিত হবে না, তা বোঝানো।’
আরও পড়ুন: পুলিশ ‘অবৈধভাবে’ বিরোধীদের তথ্য সংগ্রহ করছে: মির্জা ফখরুল