নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সিটি সেন্টারের হল রুমে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি দাবি করেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সম্মেলনে তার দেয়া যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেটি ছিল খণ্ডিত বক্তব্য। তার পুরো বক্তব্য প্রচার না করে আংশিক প্রচার করায় বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
মেনন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্যের সবগুলো যদি উঠে আসত তাহলে এই প্রশ্নই উঠত না।’
চিঠির বিষয়ে তিনি বলেন, চৌদ্দ দলের সমন্বয়কের সাথে আমার কথা হয়েছে। আমার বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা চেয়ে যে চিঠি দেয়া হয়েছে আমি তার সন্তোষজনক জবাব দেব।
‘আমি কী জবাব দেব ইতিমধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছি। কোনো কথাই গোপন করে চলিনি। চৌদ্দ দলের চিঠির জবাব কিভাবে দেয়া হবে সেটি পার্টির নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করে দেয়া হবে,’ বলেন তিনি।
গত ১৯ অক্টোবর বরিশালে নিজ দলের এক অনুষ্ঠানে মেনন বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারেনি।’
তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সম্প্রতি ১৪ দলের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।