বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভোটারবিহীন নির্বাচনের আরেকটি উপহাস দেশ ও বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে।
রবিবার(৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত আমির।
তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বের জনগণ আরেকটি প্রহসনমূলক ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছে এবং ইতিহাস ৭ জানুয়ারিকে একটি ‘কালো দিবস’ হিসেবে মনে রাখবে।
মুজিবুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করে আসছে।
গণতান্ত্রিক বিশ্ব এবং বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশগুলো বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেছে। জনমত উপেক্ষা করে সরকার গত ৭ জানুয়ারি ভুয়া নির্বাচন করে।
আরও পড়ুন:বিএনপি-জামায়াত বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী
তিনি বলেন, এই প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সরকার তাদের দলের লোকজনকে স্বতন্ত্র, বিদ্রোহী ও ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আনার চেষ্টা করছে।
আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও প্রশাসন ভোটারদের ভোট দিতে ভয় ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছিল। অনেককেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সব কৌশলকে ব্যর্থ করে ভোট দিতে ভোট কেন্দ্রে যায়নি জনগণ।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রহসনের নির্বাচনের প্রতি ভোটারদের কোনো আগ্রহ ছিল না।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী