আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে অবশেষে বিদেশে চিকিৎসার দ্বার উন্মুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। উন্নত চিকিৎসার নিতে বুধবার লন্ডনে পৌঁছেছেন তিনি। এর ফলে দীর্ঘদিন পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের দেওয়া তথ্য অনুসারে, বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন ছেলে তারেক ও পুত্রবধূ জুবাইদা। একে অপরের দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা ও ছেলে উভয়েই।
আরও পড়ুন: লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া