ছায়ানটের সভাপতি সনজীদা খাতুনের উপস্থাপনায় ‘ওই মহামানব আসে’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানটি তাদের ডিজিটাল-প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে সকাল ৯টায় প্রচারিত হয়।
সানজীদা খাতুন ভিডিও অনুষ্ঠানে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি যুদ্ধেই বাঙালি জাতির চিরকলের সঙ্গী ছিলেন, এমনকি এই বিশ্ব মহামারি চলাকালীন সময়েও। এ কিংবদন্তির জন্ম এবং তার উত্তরাধিকারকে যথাসম্ভব স্মরণে রাখতে বিশেষ ব্যবস্থায় আমরা গৌরবময় অনুষ্ঠানটি উদযাপন করছি।’
সংক্ষিপ্ত ডিজিটাল অনুষ্ঠানে সনজীদা খাতুনসহ অনেকে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। তাদের মধ্যে মিতা হক, লাইসা আহমেদ লিসা, মহিউজ্জামান চৌধুরী ময়না, মো. সিফায়েত উল্লাহ মুকুল, সত্যম কুমার দেবনাথ, সেঁজুতি বড়ুয়ার একক সংগীত অন্তর্ভুক্ত ছিল। সেই সাথে ছিল সেমন্তী মঞ্জুরী, অভয়া দত্ত, তাহমিদ ওয়াসিফ রিভু, নাইমা ইসলাম নাজ, পার্থ প্রতিম রায়, ফারজানা আক্তার পপি, বিক্রম দাশ, মুস্তাফিজুর রহমান তুর্জ ও সুপ্ত সাহার দলীয় সংগীত এবং জয়ন্ত রায়ের আবৃত্তি।
তবলায় ছিলেন এনামুল হক ওমর এবং কীবোর্ডে রবিন চৌধুরী।
কোভিড-১৯ এর চলমান বৈশ্বিক মহামারির কারণে এ সংগঠনটি এর আগে রাজধানীর রমনায় বহুল প্রতীক্ষিত বাংলা নববর্ষ উদযাপন বাতিল করে। তবে তারা ইউটিউব চ্যানেলে ‘বর্ষবরণ ১৪২৭’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে।