প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, পল্লি কবির লেবাস দেয়ায় আক্ষেপ ছিল জসীমউদ্দীনের।
তিনি বলেন, কবি জসীম উদ্দীন ছিলেন সমকালীন এক আধুনিক কবি। তার সময়কালে বাংলার সাধারণ মানুষের জীবন থেকে চিন্তা ভাবনা রসবোধ নিয়ে তার রচনা সমৃদ্ধ করেছেন ঠিক রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের মতই একটি স্বকীয় পথ তৈরি করে গেছেন। কিন্তু তাকে সাধারণভাবে উপস্থাপন করা হয়, ‘পল্লি কবি’র লেবাস জড়িয়ে দেয়া হয়। এজন্য কবির মনে আক্ষেপ ছিল। তিনি সমকালীন মানুষের ধ্যান ধারণা বিশ্বাস মূল্যবোধ, রসবোধ নিয়ে রচনা করেছে তিনি ছিলেন আধুনিক লেখক ও কবি।
রবিবার বিকালে শহরের অম্বিকাপুরে পল্লী কবির বাড়ির পাশে কুমার নদের তীরে ১৫ দিনব্যাপী ‘জসীম পল্লী মেলা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ফরিদপুরে পল্লীকবির ১১৯তম জন্মবার্ষিকী পালন
তৌফিক ই ইলাহী বলেন, তার রচনা আমাদের অতি মূল্যবান ঐহিত্য। তিনি এই ফরিদপুরের সন্তান একজন বড় কবি হওয়ায় তার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কবির অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু তাকে ‘বড় ভাই’ হিসেবে সম্বোধন করতেন। এ জেলার মানুষ ভাগ্যবান তার মতো একজন কবি পেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যের একজন সমজদার এবং বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। তিনি কবি জসীম উদ্দীন স্মৃতি সংগ্রহশালা করেছেন, আর আপনারা নিজ উদ্যোগে জসীম মেলা করছেন। একজন্য আমি কৃতজ্ঞ।