বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও ২০২১ সালকে স্মরণীয় করে রাখতে ‘চলো হারাই শৈশবে’এই শ্লোগানকে সামনে রেখে পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব।
ফরিদপুর সিটি পেইজের আয়োজনে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর (শুক্রবার) বিকালে ফরিদপুরের ধলার মোড়ে এই উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
আরও পড়ুন: পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব
এ সময় তিনি জানান, বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের সঙ্গে মেল বন্ধ ঘটানোর জন্য এই আয়োজন। এর মাধ্যমে বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মের মধ্যে মেল বন্ধন সৃষ্টি হবে। আমরা আমাদের ঐতিহ্যটাকে কতটা ভালোবাসি, তার প্রমাণ আজকের এই উপস্থিতি। ৩০ থেকে ৪০ হাজার দর্শক উপভোগ করছে এ উৎসব। আশা করছি আগামীতেও এ উৎসব অব্যাহত থাকবে।