কসমস গ্রুপ এবং কসমস-আতেলিয়ার৭১-এর প্রয়াস এ প্রদর্শনী মহাখালীর নিউ ডিওএইচএস এলাকায় গ্যালারি কসমসে শুরু হয়েছে। এতে ৩০ মেধাবী শিল্পীর তৈরি করা উডব্লক প্রিন্ট জায়গা পেয়েছে।
উডব্লক বা উডকাট হচ্ছে এক ধরনের চিরাচরিত কারু প্রিন্টিং, যেখানে শিল্পী এক টুকরো কাঠের ওপর নকশা করেন এবং বাকি অংশটুকু চেঁছে ফেলে দেন। পরে ভেসে ওঠা চিত্রে কালি লাগানো হয়।
কসমস-আতেলিয়ার৭১ প্রিন্টমেকিং স্টুডিওতে আয়োজিত কর্মশালা থেকে প্রাপ্ত উডকাট প্রিন্ট নিয়ে এই ১২ দিনের প্রদর্শনী চলবে। কর্মশালাটি পরিচালনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান।
প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত ও বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবারেজ ডি অলিভিয়েরা জুনিয়র।
তরুণ শিল্পীদের পাশে থাকায় কসমস গ্রুপের প্রশংসা করে মনিরুল ইসলাম বলেন, ‘বৈশ্বিকভাবে উডকাটে বাংলাদেশ একটি বড় অবস্থান নিয়ে আছে।’
নকশা কাটা ও উডব্লকে কিছু সীমাবদ্ধতা থাকার পরও বাংলাদেশি শিল্পীদের কাজ অতুলনীয় বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের শিল্পে যে দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হয় সে সম্পর্কে শিল্পী মনিরুল বলেন, ‘উডকাটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিষ্ঠা।’
অধ্যাপক আনিসুজ্জামানও কর্মশালা পরিচালনায় সহযোগিতার জন্য কসমস গ্রুপ এবং কসমস-আতেলিয়ার৭১-এর প্রশংসা করেন।
ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবারেজ জানান, তিনি শিল্পকর্মগুলো দেখে মুগ্ধ। ‘আমি এমন শিল্পকর্ম দেখলাম যা আগে কখনো দেখিনি। উডকাট শিল্পকে ‘সৃজনশীল এবং নান্দনিকভাবে ভারসাম্যপূর্ণ’ বলে প্রশংসা করেন তিনি।
নিউ ডিওএইচএসের ভিলা ডি আঞ্জুমানে (সড়ক-৬, বাড়ি নং- ১১৫) এ প্রদর্শনী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।