রাজধানী
বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর বনানীর একটি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: রাজধানীর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান মো. সালেহ উদ্দিন।
আরও পড়ুন: খুলনায় আগুনে পুড়ল ৩ পোশাকের দোকান
২১ ঘণ্টা আগে
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
৩ দিন আগে
রাজধানীর বনশ্রীতে বাস খালে পড়ে আহত ৫
রাজধানীর বনশ্রীর মেরাদিয়া খালে আলিফ পরিবহনের একটি বাস খালে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ইউএনবিকে জানান, খাল থেকে বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
আরও পড়ুন: দিনাজপুরে ইজিবাইক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
খাল থেকে বাসটি উদ্ধারের পর বিস্তারিত তথ্য দেওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ সপ্তাহ আগে
রাজধানীতে তীব্র যানজট
রাজধানীতে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামোটরগামী যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। ঢাকার বাইরে থেকে অনেকে আসায় তাদের বহনকারী বাস ও গাড়িগুলো রাস্তায়ই পার্কিং করা হয়েছে।
আরও পড়ুন: যানজট নিরসনে রাস্তা ও পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
গাবতলী থেকে আসা বাসচালক আফজাল বলেন, 'আসাদ এভিনিউ থেকে বাংলামোটর যেতে প্রতিদিন যেখানে ২০ মিনিট লাগে সেখানে আজকে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে।’
ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজধানীর বাইরে থেকে বিপুলসংখ্যক যানবাহন ঢাকায় এসেছে। সেসব যানবাহন সড়কেই পার্কিং করায় যানজটের মাত্রা বেড়ে গিয়েছে। পরে যা পুরো ঢাকাতে ছড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় যানজটের জন্য অবৈধ যানবাহন-সড়কের কর্মসূচি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ মাস আগে
ফিলিস্তিন-লেবাননে ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে মিছিল কুদস কমিটির
ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে আল-কুদস কমিটি বাংলাদেশ।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিএমএ মিলনায়তনে ‘মহান নেতা ইসমাঈল হানিয়া, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও ইয়াহিয়া ইবরাহীম হাসান আস সিনওয়ারসহ শীর্ষ নেতাদের শাহাদাত ও গাজা-ফিলিস্তিন কেন্দ্রিক প্রতিরোধ অক্ষের অর্জন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আল-কুদস কমিটি বাংলাদেশ।
আরও পড়ুন: শনিবার কাকরাইল ও আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
ইরানের আল মুস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শাহাবুদ্দীন মাশায়েখী, বলেন, আরব-ইসরাইল যুদ্ধে পরাজয়ের পর প্রথমে মিশর ও জর্ডান এবং এরপর আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলমুখী হয়ে পড়ে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। কিছু কিছু দেশ মৌখিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করার কথা বলে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েল ও তার দোসরদেরকে নিজেদের ভূমি ব্যবহার করে ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের জন্য সংগ্রামরত দেশগুলোতে আক্রমণের সুযোগ তৈরি করে দিচ্ছে। এরকম কপটতা পরিহার করে যদি সত্যিকার অর্থে মুসলমানরা একতাবদ্ধ হয়ে যায়নবাদের বিরুদ্ধে লড়াই করে তাহলেই মুসলমানরা সফল হতে পারে।
সভায় খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেন, গত বছরের অক্টোবর মাসের আগে আরব বিশ্বের পরিস্থিতি এমন হয়ে পড়েছিল যে, কতিপয় আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চিন্তা করতে থাকে। কিন্তু অক্টোবর মাসের যুদ্ধ সব হিসাব নিকাশকে বদলে দেয়। আরব দেশগুলো নিজেদের পরিকল্পনা থেকে দূরে সরে আসতে বাধ্য হয়। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না হলে ফিলিস্তিন মুক্ত করা সম্ভব নয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তাফা আবুলউলায়ী বলেন, মুসলিম বিশ্বে বর্তমানে যে সংকট বিরাজ করছে তা মোকাবেলায় মুসলমানদের ঐক্যের বিকল্প নেই। মুসলিম দেশসমূহ ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই কেবল দানবীয় ইহুদিবাদী আগ্রাসনকে প্রতিহত করা সম্ভব।
দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক জামাল উদ্দিন বারী বলেন, বিশ্বজনমত ফিলিস্তিনিদের পক্ষে থাকলেও আরব শাসকরা এখনও ইঙ্গ-মার্কিনিদের কৃত্রিম দোস্তি ত্যাগ করে আল আকসা ও আরব ফিলিস্তিনিদের রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি।
আলোচনাসভার শুরুতেই ফিলিস্তিনের উপর এক প্রামাণ্যচিত্র দেখানো হয় এবং সভা শেষে ইসরায়েলের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে তা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, দৈনিক আজকের ভোলা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন, ইসলামী শিক্ষা উন্নয়ন পরিষদ, বাংলাদেশ-এর সভাপতি অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক জামাল উদ্দিন বারী।
আরও পড়ুন: ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা বাড়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের
১ মাস আগে
রাজধানীতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, সারা দেশে বিলম্বিত ট্রেন
কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ট্রেনের সময়সূচিতে ব্যাপক বিলম্ব হয়।
লাইনচ্যুত হওয়ায় গাজীপুরের জয়দেবপুর, পূবাইল, টঙ্গীসহ বিভিন্ন স্টেশনে পূর্ব ও পশ্চিমাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নরসিংদীর জিনারাদী ও ঘোড়াশাল এবং ঢাকা বিমানবন্দর, তেজগাঁও এবং ক্যান্টনমেন্ট স্টেশন। ফলস্বরূপ বিলম্বের একটি ব্যাপক প্রভাব ছিল, বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি থেকে ৫ থেকে ৭ ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।
আরও পড়ুন: চুনতিতে ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় লোকোমাস্টার বরখাস্ত
কমলাপুর রেলওয়ে স্টেশনের ড্যাশবোর্ড অনুসারে, উল্লেখযোগ্য বিলম্বের মধ্যে রয়েছে:
মহানগর গোধূলী (চট্টগ্রামগামী) : সকাল পৌনে ৭টায়,থাকলেও এটি বিকাল ৩টায় ঢাকা ছেড়ে যায়। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্বিত হয়ে তা ছাড়ে বিকাল সাড়ে ৩টায়।
রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়ে বিকাল ৩টা ৪০ মিনিটে। সকাল সোয়া ১০টায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ছাড়ে দুপুর সোয়া ২টায়। সকাল ৬টা ৩৫ মিনিটের পারাবত এক্সপ্রেস (সিলেটগামী) ছাড়ে দুপুর ২টা ৫২ মিনিটে।
সোনার বাংলা (চট্টগ্রাম), এগারোসিন্ধুর প্রভাটি (কিশোরগঞ্জ), তিস্তা এক্সপ্রেস (দেওয়ানগঞ্জ), মহুয়া কমিউটার (মোহনগঞ্জ) এবং নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি) ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্বে ঢাকা ছেড়ে যায়।
কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, সময়সূচি ভেঙ্গে পড়ায় কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস, পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ও তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেসের তিনটি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: লাইনচ্যুতির সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
হোসেন জানান, পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলেও উল্টে যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি স্টেশন ছাড়ার মাত্র দুই মিনিট পরে লাইনচ্যুত হয়, যা নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করেছিল। প্রত্যক্ষদর্শীরা লাইনচ্যুত স্থানে ট্র্যাকের ক্ষতির কথা জানিয়েছেন। তবে ট্রেনের কম গতির কারণে ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জের গোপীবাগ লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।
এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।
আরও পড়ুন: পঞ্চগড়গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
১ মাস আগে
রাজধানীর ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা
রাজধানীর মন্দির ও অস্থায়ী পূজামণ্ডপগুলোতে দুর্গোৎসবের জোর প্রস্তুতি চলছে। এবার রাজধানীতে ২৫৭টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (বিপিইউপি)।
সংগঠনটি জানায়, ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বনানী, কলাবাগান, শাঁখারিবাজার, সিদ্ধেশ্বরী কালী মন্দির, রমনা কালী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ফার্মগেটের খামার বাড়ি এবং পুরান ঢাকার শাঁখারি বাজার ও তাঁতিবাজারসহ ঢাকার ২৫৭টি মণ্ডপে পূজা হবে।
আরও পড়ুন: খুলনায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুত ৯৯১টি মণ্ডপ
কারিগররা প্রতিমার চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন। দেশের প্রধান প্রধান বাজার এবং শপিং মলগুলোতে চলছে পূজার কেনাকাটা।
গত কয়েকদিন ধরে রাজধানীর বড় বড় বিপণিবিতান, শপিং মল ও দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
পূজার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পুরান ঢাকার শাঁখারিবাজারের ঐতিহ্যবাহী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে শঙ্খের খোল, প্রতিমার কাপড়, ঘণ্টা, হাঁড়ি, মঙ্গল প্রদীপ, আগরবাতি, দেবতার মালা, মুকুট, শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও অন্যান্য অলঙ্কার বিক্রি চলছে পুরোদমে।
এদিকে, দুর্গাপূজা উদযাপনের সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ঢাকেশ্বরী মন্দির চত্বরে কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
আরও পড়ুন: দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা
শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এ দেশে সবার সম অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবে। এরজন্য যা যা দরকার, করা হবে।’
নিরাপত্তায় সেনাবাহিনী মাঠে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন।’
দুর্গাপূজায় রবিবার থেকে সারা দেশের ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া সীমান্তে কড়া নজর থাকবে বিজিবির।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০২ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ সময়ের প্রস্তুতি
২ মাস আগে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৮৭০ মামলা, ৩৬ লাখ টাকা জরিমানা
ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৭০টি মামলা ও ৩৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ট্রাফিক বিভাগ জরিমানা আদায় করে ৮ লাখ ৬২ হাজার ৫৫০ টাকা।
অভিযানে ৬৪টি গাড়ি ডাম্প এবং ৬০টি গাড়ি রেকারে তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৭৩৪টি মামলা ও ৩১ লাখ টাকা জরিমানা
২ মাস আগে
রাজধানীর ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা
রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বীথি।
শনিবার বিকেলে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, 'শায়লা বীথি যখন ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন, তখন একদল লোক পেছন থেকে তার ওপর হামলা করে এবং তার চুল ধরে টানাহেঁচড়া করে। তিনি সিঁড়িতে পড়ে গিয়ে আহত হন। তিনি হামলাকারীদের চেননে না। আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বীথির স্বামী সাংবাদিক তৈমুর ফারুক তুষার তার ফেসবুক পেজে হামলার বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা, কান ধরে ওঠবস
তুষার লিখেছেন, ‘(বিথীর) ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে।’
তিনি অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এরপর বিথী পরে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। তবে আক্রমণের স্থান শেরেবাংলা নগর থানার অধীনে হওয়ায় সেখানে যেতে বলা হয়। অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে যায়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এ জাতীয় ঘটনা ঘটায় নারী অধিকার কর্মী খুশী কবির এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জননিরাপত্তার দিকে নজর দিতে জোর দিয়েছেন।
২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেন বিথি। ২০১৮ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিব্বতের লাকপা রি (৭,০৪৫ মিটার) জয় করেন। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের তাশি লাপচা পাসে (৫,৭৫৫ মিটার) উঠেন।
আরও পড়ুন: গাজীপুরে মাজারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ
মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩ মাস আগে
আজ সন্ধ্যা ৬টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কারফিউ জারি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ অন্যান্য জেলায় চলছে সহিংসতা, ঢামেকে ভর্তি ২০
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
আরও পড়ুন: সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-গণঅবস্থান, মঙ্গলবার ঢাকা অভিমুখে লংমার্চ
সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৪, থানা-দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা
৪ মাস আগে