রাজধানী
রাজধানীতে তীব্র যানজট
রাজধানীতে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামোটরগামী যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। ঢাকার বাইরে থেকে অনেকে আসায় তাদের বহনকারী বাস ও গাড়িগুলো রাস্তায়ই পার্কিং করা হয়েছে।
আরও পড়ুন: যানজট নিরসনে রাস্তা ও পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
গাবতলী থেকে আসা বাসচালক আফজাল বলেন, 'আসাদ এভিনিউ থেকে বাংলামোটর যেতে প্রতিদিন যেখানে ২০ মিনিট লাগে সেখানে আজকে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে।’
ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজধানীর বাইরে থেকে বিপুলসংখ্যক যানবাহন ঢাকায় এসেছে। সেসব যানবাহন সড়কেই পার্কিং করায় যানজটের মাত্রা বেড়ে গিয়েছে। পরে যা পুরো ঢাকাতে ছড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় যানজটের জন্য অবৈধ যানবাহন-সড়কের কর্মসূচি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২ সপ্তাহ আগে
ফিলিস্তিন-লেবাননে ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে মিছিল কুদস কমিটির
ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে আল-কুদস কমিটি বাংলাদেশ।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিএমএ মিলনায়তনে ‘মহান নেতা ইসমাঈল হানিয়া, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও ইয়াহিয়া ইবরাহীম হাসান আস সিনওয়ারসহ শীর্ষ নেতাদের শাহাদাত ও গাজা-ফিলিস্তিন কেন্দ্রিক প্রতিরোধ অক্ষের অর্জন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আল-কুদস কমিটি বাংলাদেশ।
আরও পড়ুন: শনিবার কাকরাইল ও আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
ইরানের আল মুস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শাহাবুদ্দীন মাশায়েখী, বলেন, আরব-ইসরাইল যুদ্ধে পরাজয়ের পর প্রথমে মিশর ও জর্ডান এবং এরপর আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলমুখী হয়ে পড়ে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। কিছু কিছু দেশ মৌখিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করার কথা বলে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েল ও তার দোসরদেরকে নিজেদের ভূমি ব্যবহার করে ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের জন্য সংগ্রামরত দেশগুলোতে আক্রমণের সুযোগ তৈরি করে দিচ্ছে। এরকম কপটতা পরিহার করে যদি সত্যিকার অর্থে মুসলমানরা একতাবদ্ধ হয়ে যায়নবাদের বিরুদ্ধে লড়াই করে তাহলেই মুসলমানরা সফল হতে পারে।
সভায় খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেন, গত বছরের অক্টোবর মাসের আগে আরব বিশ্বের পরিস্থিতি এমন হয়ে পড়েছিল যে, কতিপয় আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চিন্তা করতে থাকে। কিন্তু অক্টোবর মাসের যুদ্ধ সব হিসাব নিকাশকে বদলে দেয়। আরব দেশগুলো নিজেদের পরিকল্পনা থেকে দূরে সরে আসতে বাধ্য হয়। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না হলে ফিলিস্তিন মুক্ত করা সম্ভব নয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তাফা আবুলউলায়ী বলেন, মুসলিম বিশ্বে বর্তমানে যে সংকট বিরাজ করছে তা মোকাবেলায় মুসলমানদের ঐক্যের বিকল্প নেই। মুসলিম দেশসমূহ ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই কেবল দানবীয় ইহুদিবাদী আগ্রাসনকে প্রতিহত করা সম্ভব।
দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক জামাল উদ্দিন বারী বলেন, বিশ্বজনমত ফিলিস্তিনিদের পক্ষে থাকলেও আরব শাসকরা এখনও ইঙ্গ-মার্কিনিদের কৃত্রিম দোস্তি ত্যাগ করে আল আকসা ও আরব ফিলিস্তিনিদের রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি।
আলোচনাসভার শুরুতেই ফিলিস্তিনের উপর এক প্রামাণ্যচিত্র দেখানো হয় এবং সভা শেষে ইসরায়েলের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে তা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, দৈনিক আজকের ভোলা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন, ইসলামী শিক্ষা উন্নয়ন পরিষদ, বাংলাদেশ-এর সভাপতি অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক জামাল উদ্দিন বারী।
আরও পড়ুন: ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা বাড়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের
২ সপ্তাহ আগে
রাজধানীতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, সারা দেশে বিলম্বিত ট্রেন
কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ট্রেনের সময়সূচিতে ব্যাপক বিলম্ব হয়।
লাইনচ্যুত হওয়ায় গাজীপুরের জয়দেবপুর, পূবাইল, টঙ্গীসহ বিভিন্ন স্টেশনে পূর্ব ও পশ্চিমাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নরসিংদীর জিনারাদী ও ঘোড়াশাল এবং ঢাকা বিমানবন্দর, তেজগাঁও এবং ক্যান্টনমেন্ট স্টেশন। ফলস্বরূপ বিলম্বের একটি ব্যাপক প্রভাব ছিল, বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি থেকে ৫ থেকে ৭ ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।
আরও পড়ুন: চুনতিতে ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় লোকোমাস্টার বরখাস্ত
কমলাপুর রেলওয়ে স্টেশনের ড্যাশবোর্ড অনুসারে, উল্লেখযোগ্য বিলম্বের মধ্যে রয়েছে:
মহানগর গোধূলী (চট্টগ্রামগামী) : সকাল পৌনে ৭টায়,থাকলেও এটি বিকাল ৩টায় ঢাকা ছেড়ে যায়। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্বিত হয়ে তা ছাড়ে বিকাল সাড়ে ৩টায়।
রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়ে বিকাল ৩টা ৪০ মিনিটে। সকাল সোয়া ১০টায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ছাড়ে দুপুর সোয়া ২টায়। সকাল ৬টা ৩৫ মিনিটের পারাবত এক্সপ্রেস (সিলেটগামী) ছাড়ে দুপুর ২টা ৫২ মিনিটে।
সোনার বাংলা (চট্টগ্রাম), এগারোসিন্ধুর প্রভাটি (কিশোরগঞ্জ), তিস্তা এক্সপ্রেস (দেওয়ানগঞ্জ), মহুয়া কমিউটার (মোহনগঞ্জ) এবং নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি) ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্বে ঢাকা ছেড়ে যায়।
কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, সময়সূচি ভেঙ্গে পড়ায় কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস, পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ও তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেসের তিনটি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: লাইনচ্যুতির সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
হোসেন জানান, পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলেও উল্টে যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি স্টেশন ছাড়ার মাত্র দুই মিনিট পরে লাইনচ্যুত হয়, যা নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করেছিল। প্রত্যক্ষদর্শীরা লাইনচ্যুত স্থানে ট্র্যাকের ক্ষতির কথা জানিয়েছেন। তবে ট্রেনের কম গতির কারণে ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জের গোপীবাগ লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।
এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।
আরও পড়ুন: পঞ্চগড়গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
৩ সপ্তাহ আগে
রাজধানীর ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা
রাজধানীর মন্দির ও অস্থায়ী পূজামণ্ডপগুলোতে দুর্গোৎসবের জোর প্রস্তুতি চলছে। এবার রাজধানীতে ২৫৭টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (বিপিইউপি)।
সংগঠনটি জানায়, ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বনানী, কলাবাগান, শাঁখারিবাজার, সিদ্ধেশ্বরী কালী মন্দির, রমনা কালী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ফার্মগেটের খামার বাড়ি এবং পুরান ঢাকার শাঁখারি বাজার ও তাঁতিবাজারসহ ঢাকার ২৫৭টি মণ্ডপে পূজা হবে।
আরও পড়ুন: খুলনায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুত ৯৯১টি মণ্ডপ
কারিগররা প্রতিমার চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন। দেশের প্রধান প্রধান বাজার এবং শপিং মলগুলোতে চলছে পূজার কেনাকাটা।
গত কয়েকদিন ধরে রাজধানীর বড় বড় বিপণিবিতান, শপিং মল ও দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
পূজার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পুরান ঢাকার শাঁখারিবাজারের ঐতিহ্যবাহী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে শঙ্খের খোল, প্রতিমার কাপড়, ঘণ্টা, হাঁড়ি, মঙ্গল প্রদীপ, আগরবাতি, দেবতার মালা, মুকুট, শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও অন্যান্য অলঙ্কার বিক্রি চলছে পুরোদমে।
এদিকে, দুর্গাপূজা উদযাপনের সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ঢাকেশ্বরী মন্দির চত্বরে কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
আরও পড়ুন: দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা
শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এ দেশে সবার সম অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবে। এরজন্য যা যা দরকার, করা হবে।’
নিরাপত্তায় সেনাবাহিনী মাঠে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন।’
দুর্গাপূজায় রবিবার থেকে সারা দেশের ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া সীমান্তে কড়া নজর থাকবে বিজিবির।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০২ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ সময়ের প্রস্তুতি
১ মাস আগে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৮৭০ মামলা, ৩৬ লাখ টাকা জরিমানা
ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৭০টি মামলা ও ৩৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ট্রাফিক বিভাগ জরিমানা আদায় করে ৮ লাখ ৬২ হাজার ৫৫০ টাকা।
অভিযানে ৬৪টি গাড়ি ডাম্প এবং ৬০টি গাড়ি রেকারে তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৭৩৪টি মামলা ও ৩১ লাখ টাকা জরিমানা
১ মাস আগে
রাজধানীর ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা
রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বীথি।
শনিবার বিকেলে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, 'শায়লা বীথি যখন ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন, তখন একদল লোক পেছন থেকে তার ওপর হামলা করে এবং তার চুল ধরে টানাহেঁচড়া করে। তিনি সিঁড়িতে পড়ে গিয়ে আহত হন। তিনি হামলাকারীদের চেননে না। আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বীথির স্বামী সাংবাদিক তৈমুর ফারুক তুষার তার ফেসবুক পেজে হামলার বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা, কান ধরে ওঠবস
তুষার লিখেছেন, ‘(বিথীর) ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে।’
তিনি অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এরপর বিথী পরে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। তবে আক্রমণের স্থান শেরেবাংলা নগর থানার অধীনে হওয়ায় সেখানে যেতে বলা হয়। অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে যায়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এ জাতীয় ঘটনা ঘটায় নারী অধিকার কর্মী খুশী কবির এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জননিরাপত্তার দিকে নজর দিতে জোর দিয়েছেন।
২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেন বিথি। ২০১৮ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিব্বতের লাকপা রি (৭,০৪৫ মিটার) জয় করেন। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের তাশি লাপচা পাসে (৫,৭৫৫ মিটার) উঠেন।
আরও পড়ুন: গাজীপুরে মাজারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ
মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ মাস আগে
আজ সন্ধ্যা ৬টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কারফিউ জারি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ অন্যান্য জেলায় চলছে সহিংসতা, ঢামেকে ভর্তি ২০
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
আরও পড়ুন: সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-গণঅবস্থান, মঙ্গলবার ঢাকা অভিমুখে লংমার্চ
সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৪, থানা-দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা
৩ মাস আগে
রাজধানীতে গণমিছিল, সংঘর্ষের খবর পাওয়া গেছে
সম্প্রতি শিক্ষার্থী ও নাগরিক হত্যা, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থানে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে হাজার হাজার মানুষ শুক্রবার রাস্তায় নেমে আসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত প্রার্থনা ও গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী রাজধানীতে মিছিলের নগরীতে পরিণত করে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও সংস্কৃতিকর্মীরাও।
গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানে সাড়া দিয়ে শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে মিছিল নিয়ে পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে রওনা হন বিক্ষোভকারীরা।
উত্তরা, সায়েন্সল্যাব মোড়, উত্তর বাড্ডা, রামপুরা, আফতাবনগর, শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
দুপুর ১টার দিকে কয়েকশ’ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ
ঘটনাস্থল থেকে আমাদের ফটো সাংবাদিক জানান, প্রিজন ভ্যানসহ ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে থেকে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবকরা। দুই ঘণ্টার বিক্ষোভের কারণে কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
'আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড অ্যান্ড অপ্রেশন’ প্লাটফর্মের শিল্পীরা শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় সমাবেশ করেন।
তারা সাত মসজিদ রোডের আবাহনী মাঠের সামনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন ইউএনবির ফটো সাংবাদিক।
আরও পড়ুন: খুলনায় বৈষম্যবিরোধী সমাবেশে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
তারা দমন-পীড়ন ও গণগ্রেপ্তার বন্ধ এবং কারফিউ তুলে নিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারের পদত্যাগের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, চলমান রাষ্ট্রীয় অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শিল্পী সমাজের কর্তব্য বলে মনে করেন তারা।
৯ দফা দাবিতে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, যারা শহীদ, আহত, গ্রেপ্তার বা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের স্মরণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম থেকে ইউএনবির সংবাদদাতারা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: ধানমন্ডিতে গণহত্যা-নিপীড়নবিরোধী শিল্পীদের প্রতিবাদ সমাবেশ, সায়েন্সল্যাব মোড় অবরোধ
৩ মাস আগে
আরও ৩ দিনের রিমান্ডে আন্দালিব পার্থ
রাজধানীর বনানীতে অবস্তিত সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় মীর মোহাম্মদ নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুর বদর সাফওয়ান নামে অপর দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর
এর আগে, পাঁচদিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকেও ১০ দিনের রিমান্ড চান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত পার্থকে তিন দিন এবং নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকে চার দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। হামলায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বিটিভি ভবনে নাশকতা মামলায় বিএনপির শিমুল বিশ্বাসসহ ৭ জন রিমান্ডে
ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর
৩ মাস আগে
শনিবার রাজধানীতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা
শনিবার শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৪’।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাহাড়ি ফল মেলা-২০২৪’ অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে।
আরও পড়ুন: বাকৃবিতে ৪০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা
প্রধান অতিথি হিসেবে শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মেলার উদ্বোধন করবেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ‘পাহাড়ি ফল মেলা-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
মেলা শনিবার (৬ জুলাই) থেকে শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত চলবে। এছাড়া মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং, জ্বরতী তঞ্চঙ্গা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
আরও পড়ুন: মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য-পানীয় মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে রাজধানীতে উদ্যোক্তা মেলা
৪ মাস আগে