প্রিন্টমেকিং শিল্পের পেছনের চিত্তাকর্ষক কৌশল ও গল্পগুলো তুলে ধরতে শিল্পকলার বিশিষ্ট অধ্যাপক রোকেয়া সুলতানার ইমপ্রেশন অব রোকেয়া’স শীর্ষক প্রিন্টমেকিং কর্মশালাটি শেষ হয়েছে। শনিবার রাজধানীর বারিধারার গার্ডেন গ্যালারিতে একটি লাইভ প্রিন্টমেকিং সেশন এবং দিনব্যাপী প্রদর্শনীর মধ্যদিয়ে কর্মশালাটি শেষ হয়।
দেশ ও দেশের বাইরের ১০ জন তরুণ ও বিশিষ্ট বাংলাদেশি শিল্পীর সঙ্গে অধ্যাপক রোকেয়া সুলতানার এক্সক্লুসিভ ইন্টাগ্লিও প্রক্রিয়া, সফটগ্রাউন্ড ও স্টেনসিল ওয়ার্কশপটি পরিচালিত হয়। এই শিল্পীদের মধ্যে ছিলেন- অস্মিতা আলম শাম্মী, রুজভেল্ট বেঞ্জামিন, ছবি জুলফিকার, রিফাত জাহান কান্তা, ফারজানা রহমান ববি, মোহাম্মদ রেজওয়ানুর রহমান, বাচ্চু মিয়া আরিফ, কামরুজ্জোহা, এস এম এহসান ও ভারতীয় শিল্পী সুক্লা পোদ্দার।
মালিবাগের কসমস আতেলিয়া-৭১ এ ২৩ জানুয়ারি উদ্বোধন করা এই কর্মশালায় চারজন অতিথি শিল্পীও ছিলেন। তারা হলেন- প্রখ্যাত চিত্রশিল্পী আফরোজা জামিল কনকা, বিশিষ্ট ফটোসাংবাদিক-শিল্পী নাসির আলী মামুন, প্রবীণ শিল্পী ও মুক্তিযোদ্ধা বীরেন সোম এবং শিল্পী-সাংবাদিক জাহাঙ্গীর আলম।
এছাড়াও শিল্পী স্যাম জামিল জুলিয়ান, রুমেসা মাইলক্স ও সৌরভ চৌধুরীও এতে অংশ নেন।
শনিবার দর্শক ও শিল্প অনুরাগীদের জন্য লাইভ প্রিন্টমেকিং সেশন, গ্যালারির মনোরম পরিবেশে একক শিল্প প্রদর্শনী এবং লাইভ মিউজিক্যাল পারফরম্যান্সের মধ্যদিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সনদপত্র তুলে দেন কসমস আতেলিয়ার-৭১ ও গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত।
অনুষ্ঠানে তেহমিনা এনায়েত বলেন, ‘গ্যালারি কসমস ও কসমস আতেলিয়ার-৭১ বাংলাদেশি শিল্পীদের শৈল্পিক দীপ্তি প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আমাদের গার্ডেন গ্যালারিতে এই একক প্রিন্টমেকিং ওয়ার্কশপ, লাইভ প্রিন্টমেকিং সেশন এবং শিল্প অনুরাগীদের জন্য প্রদর্শনী আয়োজন করতে পেরে গর্বিত ও আনন্দিত। এই সমস্ত মেধাবী শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে আমাদের মন্ত্রমুগ্ধ করেছেন এবং তাদের প্রত্যেকের আন্তরিক এবং নিবেদিত অংশগ্রহণের ফলে এটি একটি উৎসবমুখর ও ফলপ্রসূ প্রিন্টমেকিং ওয়ার্কশপে পরিণত হয়।’
এই উদ্যোগের প্রশংসা করে রোকেয়া সুলতানা বলেন, ‘শিল্পীরা সত্যিকার অর্থে তখনই তাদের পূর্ণ প্রতিভা বিকশিত করতে এবং প্রদর্শন করতে পারে, যখন তারা আন্তরিক ও অর্থপূর্ণ পৃষ্ঠপোষক পায়। গ্যালারি কসমস দেশ ও দেশের বাইরের শিল্পীদের জন্য একটি দূরদৃষ্টিসম্পন্ন পৃষ্টপোষক ও সমর্থক। এই কর্মশালাটি ছিল আমার, গ্যালারি কসমস এর পরিচালক তেহমিনা এনায়েত, গ্যালারির আর্টিস্টিক ডিরেক্টর সৌরভ চৌধুরী এবং আমাদের সমস্ত অংশগ্রহণকারী শিল্পীদের মিশ্র দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। আমরা প্রিন্টমেকিংয়ের জন্য এই ওয়ার্কশপটি আয়োজন করতে পেরে আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘পুরো ওয়ার্কশপ জুড়ে তেহমিনা এনায়েত এবং সমগ্র কসমস আতেলিয়ার- ৭১ টিম আমাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের প্রিয় এনায়েত ভাইও (কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউএনবি-এর প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান) আমাদের সঙ্গে কর্মশালায় যোগ দিয়েছিলেন।’
আরও পড়ুন: কসমস আতেলিয়ার ৭১-এ চলছে প্রিন্ট মেকিং ওয়ার্কশপ ইমপ্রেশন অব রোকেয়া’স
রোকেয়া সুলতানা অনুষ্ঠানে লাইভ প্রিন্টমেকিং সেশন সম্পর্কে বলেন, ‘প্রিন্টমেকিং শিল্পটি আনন্দদায়ক ও চিত্তাকর্ষক; এটি আমাদের যেকোন শিল্পকর্মের একাধিক অর্থ তৈরি করার সুযোগ দেয় এবং আমরা সাধারণ দর্শকদের মধ্যে এই অনন্য কৌশলটি প্রচার করতে চেয়েছিলাম। আমাদের শিল্প অনুরাগীদের জন্য আমরা এই লাইভ প্রিন্টমেকিং সেশন নিয়ে এসেছি, যাতে আমরা তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারি; যা আমরা নিয়মিত আমাদের কাজের মাধ্যমে অন্বেষণ করি।’
অতিথি শিল্পী ও কসমস আতেলিয়ার-৭১ এর অন্যতম সহযোগী প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা বীরেন সোম এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘গ্যালারি কসমস ও আতেলিয়ার-৭১ সর্বদা আমাদের শিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য নিবেদিত এবং শিল্প বিশেষজ্ঞ রোকেয়া সুলতানার এই একক প্রিন্টমেকিং কর্মশালা ও এই লাইভ প্রদর্শনী তারই প্রমাণ।’
সার্টিফিকেট উপস্থাপনা পর্বের পর শিল্পী-সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং বিশিষ্ট চিত্রশিল্পী আফরোজা জামিল কঙ্কাসহ অন্যান্য অংশগ্রহণকারী শিল্পীরা সঙ্গীত ও কবিতায় শ্রোতাদের বিমোহিত করেন।
কসমস আতেলিয়ার-৭১ এ ২৩-২৬ জানুয়ারি পর্যন্ত কর্মশালাটি চলে।
আরও পড়ুন: কসমস অ্যাতেলিয়ার ৭১ পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই