হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীদের মধ্যে লিভার ক্যান্সারের প্রকোপ হ্রাস করার লক্ষ্যে মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে একটি গবেষণা প্রকল্প চালু করেছে চীন।
এক প্রতিবেদনে সিনহুয়া জানায়, এ প্রকল্পে অর্থায়ন করছে চীনা ফাউন্ডেশন ফর হেপাটাইটিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল।
এ গবেষণায় সারা দেশের ৯৯টি হাসপাতালে ২০ হাজার দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি রোগীদের মধ্যে লিভারের ক্যান্সারের পাঁচ বছরের ঘটনা পর্যবেক্ষণ করা হবে।
হেপাটাইটিস বি থেকে লিভার ক্যান্সারের প্রবণতা হ্রাস করার উপায় বের করার লক্ষ্যে পরিচালনা করা হবে এই গবেষণা প্রকল্প।