কসমস বুকসের প্রকাশনা ও পরিবেশনায় প্রকাশিত এ বইয়ের মুখবন্ধ লিখেছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
এই বইয়ের পাঁচটি অধ্যায়ে প্রিমার দুই দশকের শৈল্পিক পথচলার বিষয়টি নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে।
নান্দনিক দৃষ্টিভঙ্গিতে প্রিমার সাহসী পথচলা ও তার চিন্তাশীলতার বিষয়টিও চিত্রিত হয়েছে ‘প্রিমা ডোনা - এ ইনফিনিট জার্নি’ বইটিতে।
‘এই প্রকাশনাটি আমার সৃজনশীলতার যাত্রায় আরও প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অনুপ্রেরণা,’ বলেন প্রিমা।
তিনি এই বইটি শিল্প অনুরাগী সৃজনশীল মননের অধিকারী পরবর্তী প্রজন্মকে উৎসর্গ করেছেন। যা তাদেরকে শিল্পের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
প্রিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে অঙ্কন ও চিত্রকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ বছর তিনি লা বিয়েনলে দি ভেনিজিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
প্রিমা ভিজ্যুয়াল আর্টস বিভাগে বেসিস পুরস্কার এবং সৃজনশীল ক্ষেত্রে অসামান্য নারী হিসেবে অবদান রাখায় ‘অনন্যা পুরস্কার’ সহ বিভিন্ন পুরস্কার ঘরে তুলেছেন।
বর্তমানে প্রিমা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একজন পরিচালক হিসাবে কাজ করছেন। তিনি উইমেন ইন লিডারশিপ-এর সভাপতি এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা।
ঐতিহ্যবাহী ও ডিজিটাল ক্যানভাস অলংকরণে কাব্যিকভাবে প্রিমা নিয়মিত নারীদের হয়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন।