ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল দেলোয়ার হোসেন বাবু (৪০) নামে এক ব্যক্তির। শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত দেলোয়ার হোসেন বাবু বরিশাল নগরের দক্ষিণ রুপাতলী এলাকার হাওলাদার বাড়ির মৃত আশ্রাব আলির ছেলে। তিনি ঢাকায় একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন: খুলনায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
স্বজনেরা জানান, বৃহস্পতিবার সুগন্ধা পরিবহনের একটি বাসে চেপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন বাবু। রাত আটটার দিকে স্বজনরা জানতে পারেন বাবু গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। পরে বাবুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের বড় ভাই আলাউদ্দিন (জর্জ) বলেন, ‘চাকরির সুবাদে বাবু ঢাকায় থাকতেন এবং প্রায় প্রতি সপ্তাহে বরিশালে আসতেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আমার ভাইয়ের জীবনটাই শেষ হয়ে গেলো।’
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান বলেন, দেলোয়ার হোসেনের মৃত্যু বিষ খাইয়ে হয়েছে, নাকি অন্য কিছুর কারণে হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু