সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে আট ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের আদালতে বৃহস্পতিবার বিকালে এই অর্থদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জ জব্দকৃত বালু নিলামে বিক্রি, ১৮ নৌযানের জরিমানা
তিনি জানান, এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে আট জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: নগরকান্দায় বালুভর্তি ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
এ অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!