শনিবার গাজীপুরের টঙ্গীর কাঠালদিয়ায় নতুন অস্থায়ী রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘স্থানীয় ঘনবসতি বিবেচনা করে এ আধুনিক রাসায়নিক গুদামের নিরাপত্তার সকল ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এর কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না জানিয়ে তিনি বলেন, ‘টঙ্গীসহ দেশের যেখানে সুযোগ রয়েছে, সেখানে নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। সেই সাথে শ্রমিকদের বাসস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে নির্মাণাধীন পরিবেশবান্ধব রাসায়নিক গুদামটি ডিসেম্বরের মধ্যেই নির্মাণ করা হবে।
গুদামে দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে অগ্নিনির্বাপণ সুবিধাসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।’
প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে বসবাসকারীদের নিজেদের স্থায়ী ঠিকানায় যাবার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন।’