আদালতের আদেশ অমান্য করে এক প্রভাবশালীর ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জোরপূর্বক জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন অসহায় ক্ষতিগ্রস্থ জমির মালিক।
অভিযোগে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জহির উদ্দিন সরকারে ছেলে সাইফুর রহমান সম্প্রতি বাড়ির সংলগ্ন ৭ শতাংশ জমি ক্রয় করে গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছেন। এর মধ্যে একই উপজেলার জোতকৃষ্টহরি গ্রামের আ. মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম গং ওই জমি নিজের দাবি করে ঘর তোলার জন্য চেষ্টা করেন। এ সময় সাইফুর রহমান বাধা দিলে ঘর উঠানোর সরাঞ্জাম রেখে কাজ বন্ধ করেন। পরে বিবাদমান জমির উপর আদালতে মামলা হয়। আদালত নালিশী জমির সংক্রান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে কাজ না করার জন্য নির্দেশ দিয়ে ফুলবাড়ী থানাকে অবগত করেন। ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশের বিষয়টি জানান। এর মধ্যে গত বুধবার দিবাগত রাতে সাইফুর রহমানের লাগানো ইউক্লিপটাস গাছ কেটে ওই জমিতে রফিকুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান দলবল নিয়ে ৪০টি সুপারির গাছ লাগিয়ে দেন। উপয়ান্তর না পেয়ে গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ জমির মালিক জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লেখিত অভিযোগ দাখিল করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, নালিশী জমিতে উভয় পক্ষকে নির্মাণ কাজ না করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত । সে আলোকে তাদেরকে অবগত করা হয়েছে। তবে এক পক্ষ কয়েকটি সুপারির গাছ লাগিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।