সাভারের সিএন্ডবি এলাকায় চলন্তবাসে ডাকাতির ঘটনায় বাসচালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর সাভার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
আটকরা হলেন- বাসচালক আলী হোসেন, তার সহকারী মো. সোহেল, সুপারভাইজার আতিকুর রহমান।
এর আগে রেডিও কলোনি থেকে ডাকাতদল ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনে উঠে। কিছুটা পথ সামনে গেলে দেশীয় অস্ত্র ও চাকু ঠেকিয়ে সবাইকে ভয় দেখিয়ে ২০টির মতো মোবাইল ফোন ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নেয় ডাকাত দল।
ডাকাতির শিকার বাসের যাত্রী সাভারের নলাম গ্রামের বাসিন্দা ফরহাদ আলী জানান, ডাকাতদল যাত্রীদের কাছ থেকে প্রায় ২০টি মোবাইল ফোন ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে।
আরও পড়ুন: সিসি ক্যামেরা স্থাপনের টাকা নিয়ে হাওয়া, ছিনতাই-ডাকাতি আতঙ্কে ফেনী পৌরবাসী
তিনি বলেন, একপর্যায়ে গাড়ির ড্রাইভার ভিতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। শুভযাত্রা পরিবহনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্রছাত্রী বাসটি ক্যাম্পাসে নিয়ে যায়। ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কারণ বলতে না পারায় তারা গাড়িটি আটকে রাখে শিক্ষার্থীরা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, এ ঘটনাটি আমরা শুনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি। থানা পুলিশ জাবি ক্যাম্পাসের ভেতরে রয়েছেন প্রকৃত ঘটনা জানার পরে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশেদুল আলমের উপস্থিতিতে বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা।
তিনি বলেন, সন্দেহভাজন অভিযুক্ত বাসের চালক ও তার দুই সহকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে ডাকাতির সংশ্লিষ্টা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।