গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে ২০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে হট লাইন।
যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী জানান, আগামী ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। প্রথম ধাপে যারা আবেদন করতে পারেনি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তির আবেদন করতে পারবে।
তিনি আরও বলেন, যশোর বোর্ডের আওতায় ১০ জেলায় মোট ৫৮৪টি সরকারি-বেসরকারি কলেজ রয়েছে। চলতি শিক্ষা বর্ষে এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ২ লাখ ৫১৪টি আসন রয়েছে। শিক্ষার্থীদের চেয়ে আসন সংখ্যা অনেক বেশি। যে কারণে ভর্তি কার্যক্রমে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে যশোর শিক্ষা বোর্ডের হট লাইন। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে বোর্ডের নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবে।
তার দেয়া তথ্য মতে, এ বছর যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৮৪টি সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে ২ লাখ ৫১৪টি আসন রয়েছে। গত ৩১ মে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন শিক্ষার্থী। মাধ্যমিক উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও বোর্ডের আওতাধীন সরকারি-বেসরকারি কলেজগুলোতে ৬০ হাজার ২৭১টি বেশি আসন রয়েছে।
যশোর শিক্ষাবোর্ডের হট লাইন নম্বর হচ্ছে- ০১৯১৪৭৭৬২৯০, ০১৭১৬৭৮৭৭৮৭, ০১৯২০৯৪০৬২৬।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রথম ধাপে তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ আগস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
আগামী ৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। ওই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর রাতে কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।