মৃত মাহবুবুর রহমান মামুন (৪২) শাহরাস্তি টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
গত শনিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি আজাগরা গ্রামের মোল্লাবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
শাহরাস্তি থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পর তার বাড়ি থেকে ৯টি এনজিওর কিস্তির বই উদ্ধার করে। মৃত শিক্ষক বিভিন্ন এনজিওতে ঋণগ্রস্ত ছিলেন।
শাহরস্তি থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, মামুন মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে যান। তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। তার সন্তান ও তার সরকারি অর্থ পাওয়ার জন্য সহকর্মীদের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় ও মামুনের ঘনিষ্ট লোকজন জানায়, কিছু এনজিও তাকে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। ধারণা করা হচ্ছে, এ চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি।