কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, এ বছর পাসের হার শতকরা ৮৫.২২ শতাংশ, যা গতবারের থেকে কম।
গত বছর এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৭.১৬ শতাংশ। এবার কুমিল্লায় জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গত বছর যা ছিল ৮ হাজার ৭৬৪ জন।
চলতি বছর এ বোর্ড থেকে ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫৯ হাজার ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। এর মধ্যে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
জেলাভিত্তিক ফলাফলে ৮৮.১৫ শতাংশ পাসে শীর্ষে রয়েছে ফেনী এবং ৮১.৫৯ শতাংশ পাসে সবার শেষে রয়েছে নোয়াখালী।