দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮২.৭৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এ বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানান, চলতি বছর দিনাজপুর শিক্ষাবোর্ডে ২ হাজার ৬৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ হাজার ৩২৬ জন ছাত্র ও ৫ হাজার ৭৬০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
গত বছরে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৮৪.১০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ২৩ জন।
এবার দিনাজপুর বোর্ডে একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ১২২টি।