এ ছাড়া সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়াল।
জেলার দুপচাচিয়া উপজেলার বাসিন্দা কৃষক বেলাল হোসেন (৬৫) টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধী অবস্থায় সোমবার দিবাগত রাত ২টায় মারা যান বলে জানিয়েছেন ওই হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল।
নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে পুরুষ ৩৪ জন, ১৮ জন নারী এবং বাকি চারটি শিশু। সদরে ৩৪ জন, শেরপুরে আটজন, শাজাহানপুর সাতজন, দুপচাঁচিয়ায় পাঁচজন এবং শিবগঞ্জে দুজন রয়েছেন।
মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম।
তিনি জানান, সোমবার জেলার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফলে ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। জেলায় নতুন করে আরও ৯৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় ৫ হাজার ২৪০ জন সুস্থ হলেন।