ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, মৃত পাঁচ জনের মধ্যে করোনায় তিন জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এই সময় করোনায় আক্রান্ত নতুন নয়জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা রোগী রয়েছে ৯৫ এবং উপসর্গসহ মোট ভর্তি আছেন ১২৬ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ৪১৪
তিনি জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে নতুন শনাক্তের হার গড়ে ২০ থেকে ২৫ শতাংশ। যা গত দেড় মাসের তুলনায় সর্বনিম্ন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, মহামারি করোনায় এ পর্যন্ত ফরিদপুর জেলায় মৃত্যু হয়েছে ৪৮৪ জনের। এছাড়াও করোনা শনাক্ত হয়েছে ২০ হাজারের অধিক, এর বিপরীতে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬০০ জন।
আরও পড়ুন: করোনা: সিলেট বিভাগে আরও ১৭ মৃত্যু
তবে সকলের সহযোগিতায় ফরিদপুরে কোভিডে মৃত্যু ও শনাক্তের হার তুলনামূলকভাবে কমেছে বলে জানান তিনি।