কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়ে তা সঠিক নয় বলে জানিয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ।
আপাতত কাপ্তাই হ্রদের পানি ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন ২১৩ মেগাওয়াট
তিনি বলেন, কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিনস সি লেবেল)। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত লেকে পানি রয়েছে ১০৩ ফুটের চেয়ে সামান্য বেশি। ফলে পানি এখনও বিপৎসীমার অন্তত ৫ ফুট নিচে রয়েছে। পানির লেবেল ১০৮ ফুটের মধ্যে চলে এলে কর্তৃপক্ষ পানি ছাড়ার কথা চিন্তা করে।
বিকেল ৩টায় কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়ে পড়েছে তাতে কান না দিতেও অনুরোধ করেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের এ কর্মকর্তা।
জানা গেছে, প্রতি ফুট পানি বাড়তে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে আগামী ২৪ ঘণ্টায়ও কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার আশঙ্কা নেই। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং এতে লেকের পানির উচ্চতা ১০৮ ফুটের কাছাকাছি এলে জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাপ্তাই লেকের পানি ছাড়ার অন্তত ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হবে বলে জানান ব্যবস্থাপক আব্দুজ্জাহের।
দেশের উপকূলীয় এলাকায় গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে কাপ্তাই লেকসহ স্থানীয় নদীর পানি বেড়েছে।
কাপ্তাই লেকের পানি ছাড়া হলে কর্ণফুলী নদীর নিম্নাঞ্চল রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী উপজেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া কর্ণফুলী নদীর ভাঙন সৃষ্টি হতে পারে। এ নিয়ে লাখ লাখ মানুষ আতঙ্কিত।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫ দিন