শোক কর্মসূচির আওতায় সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করছেন।
তিন দিনের কমসূচি হিসেবে আজ সোমবার সিসিকের সব দাপ্তরিক কাজ বন্ধ থাকছে।
করোনাভাইরাসে আক্রান্ত কামরান রবিবার রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘বদরউদ্দিন আহমদ কামরানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ জনপ্রতিনিধিকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশেনের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি একজন রাজনীতিক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।’
কামরানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট নগরজুড়ে। তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দীর্ঘদিনের কর্মস্থল সিলেট সিটি করপোরেশনে আনার চেষ্টা করা হলেও স্বাস্থ্যবিধির কারণে প্রশাসন সে অনুমতি দেয়নি।
এ অবস্থায় মেয়র আরিফুল নগরবাসীকে যার যার অবস্থান থেকে কামরানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন।
শোক বার্তায় মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।