গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৮ জন।
বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০৩ জন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় করোনা পজিটিভ ৩ হাজার ৭৪ জন।