কুষ্টিয়া ও ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গে পাঁচ জন মারা গেছেন। এছাড়া দুই জেলায় নতুন করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ৮ মৃত্যু
শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জানান, আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৯২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬২। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩০ জন।
কুষ্টিয়াতে ২৫টি নমুনার বিপরীতে নতুন করে এক জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭৩ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭২১ জন।
এদিকে, ঠাকুরগাঁওয়ে শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় দুই জন মারা গেছেন। নতুন করে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৫ মৃত্যু
শনাক্তের হার ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তিন উপজেলায় কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় সদরে একজন ও পীরগঞ্জে একজন করোনা রোগী মারা গেছেন।
তাছাড়া, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭ হাজার ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৯ জন।