কুড়িগ্রামের চিলমারীতে জুয়া খেলার সরঞ্জামাদি বহন করার অভিযোগে ৮ জনকে আটকের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (২ নভেম্বর) রাতে সোয়া ১২টার দিকে উপজেলা থানার সরকারি আশ্রয়ণ প্রকল্পের অব্যবহৃত ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- চিলমারীর সরকার পাড়া মদাফত এলাকার রেজওয়ান আলী (৪৮), উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুল মিয়া (৬৬), চিলমারী বহরের ভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), উলিপুর পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), মো. মোস্তাফিজুর রহমান (৪৫), চিলমারী কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উচা ভিটা এলাকার মোহাম্মদ নূরনবী (৪০)।
কুড়িগ্রামের চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব সজীব জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে পুলিশ চিলমারী থানার সরকারি আশ্রয়ণ প্রকল্পের অব্যবহৃত ঘরের ভেতরে জুয়া খেলার সময় তাদের আটক করে। এ সময় নগদ অর্থসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।