খুলনায় ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আওয়াল (৩৬) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈাহিদুজ্জামান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
তিনি বলেন, স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাওযার পথে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্টে তাকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়।
সোর্সের তথ্যানুযায়ী চেকপোস্টে বাস থেকে তাকে আটকের পর তল্লাশি করে সঙ্গে কিছু না পেলে নগরীর একটি ডায়গনিষ্ট সেন্টারে নিয়ে এক্সরে করা হয়। সেখানে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়।
থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় ৮টি স্বর্ণের বার বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: খুলনায় চারটি স্বর্ণের বার জব্দ, আটক ১