কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকাবাইচ চলাকালীন নৌকাডুবে একজন নিখোঁজ এবং দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালের দিকে কুষ্টিয়ার শহরের ঘোড়ারইঘাট এলাকায় গড়াই নদে নৌকাটি ডুবে যায়।
আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালি গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম (৩৫) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী (৩৬)।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩৪ জেলে নিখোঁজ
তবে নিখোঁজ যাত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালের দিকে গড়াই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। এ সময় নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে। পরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দর্শনার্থীদের একটি নৌকা ডুবে গিলে সকল যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী নিখোঁজ হন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে নিখোঁজ, উদ্ধার ৮
এঘটনায় আরও দুজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ
কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, নিখোঁজ যাত্রীকে উদ্ধারে কাজ করছেন কর্মীরা।