গাইবান্ধায় দেশে তৈরি একটি শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- আসাদুজ্জামান হিরু, মো. মোজাম্মেল হক ও খোকা মিয়া। এদের সবার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে।
আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া সরকারপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান হিরু তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি, চুরি, ছিনতাই, নৌ-অপহরণ, খুনসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
আরও পড়ুন: নওগাঁয় প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজা জব্দ, দুই মাদক কারবারি আটক: র্যাব
তিনি আরও বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খোঁজ করছে। তাদের বিরুদ্ধে গাইবান্ধার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান হিরুর বাড়িতে অভিযান চালায়। তার স্বীকারোক্তি অনুযায়ী এলাকার একটি নির্মানাধীন বাড়ির মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো শুটার গানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যানুযায়ী তার সহযোগী মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্র্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ২