গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চম্পা বেগম (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী ও সুরুজ আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২
নিহত চম্পার ভাজিতা সুমন মিয়া গণমাধ্যমকে জানান, চম্পা বেগমের ছোট বোন উপজেলার নয়নপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করেন। শুক্রবার ছোট বোনের বাড়িতে তাদের বাবা গ্রাম থেকে বেড়াতে এলে চম্পা বাবার সঙ্গে দেখা করার জন্য সেখানে যান। বাবার সঙ্গে দেখা করে নিজ বাসা যাওয়ার জন্য নয়নপুর থেকে বাসে উঠেন। বাসটি কিছুদূর যাওয়ার পর বাসের সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চম্পাকে মৃত ঘোষণা করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
তবে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ পায়নি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ