গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- টঙ্গীর ভরান এলাকার আব্দুল ওয়াহাবের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঠান্ডু মিয়ার ছেলে স্বাধী।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুরে দুই অটোরিকশার সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছে। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসচাপায় নিহত হন পথচারী ফরিদা ইয়াসমিন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের বাস ফরিদা ইয়াসমিনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদার মৃত্যু হয়। পরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে সোনার বাংলা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। সেখান থেকে বাসের চালকের সহকারী লোকমানকে আটক করে পুলিশ।
এদিকে, কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, দু’টি বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষে চালক স্বাধীন ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিকশার অপর চালক জুবায়ের ও এক যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।