গাজীপুরে কড্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটেছে। এতে সড়কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাসটি নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ছিল।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে বাসের চালক সহ ১০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মহানগরী পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
দুর্ঘটনায় কবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: বরগুনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে