গাজীপুরের কাপাসিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের ভুবনের চালা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেকারি শ্রমিক ডালিম মিয়া (৩৫) ও তার সাড়ে তিন বছরের মেয়ে তানিশা। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে।
আরও পড়ুন: লালমনিরহাটে ছুরিকাঘাতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত, আটক ১
শিশুটির খালু রাজিব হোসেন জানান, ডালিম দুপুরে তার স্ত্রী তানিয়া আক্তার ও দুই মেয়েকে নিয়ে স্থানীয় একটি ব্যাংকে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মাইক্রোবাস ডালিমকে ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ের মৃত্যু হয়। তবে ছোট মেয়ে এবং তার মায়ের কোনো আঘাত লাগেনি।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান জানান, দুপুরে দুই মেয়েকে কোলে নিয়ে তাদের বাবা-মা গ্রামের রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডালিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।