গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ দগ্ধ ৪
এর আগে রবিবার রাত পৌনে ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন ৩৫ বছর বয়সী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তসলিমাসহ পরিবারের পাঁচ সদস্য। পরে তসলিমাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।