পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে আব্দুল হামিদ নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ স্থানীয় কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবের বাবা। তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসের কারণে আব্দুল বের হতে পারেননি। পরে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালেব বলেন, ‘চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু ও আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’